চলতি শিক্ষা বছরের দাওরায়ে হাদিস (তাকমীল)পরীক্ষা শুরু হবে আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার)।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) থেকে পরীক্ষা শুরু হবে। টানা ১০ দিন পরীক্ষা চলার পর ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পরীক্ষা শেষ হবে।
প্রথম দিনের পরীক্ষা শুরু হবে সকাল ৮টায় এবং শেষ হবে বেলা ১১টা ৩০ মিনিটে। অবশিষ্ট ৯ দিন পরীক্ষা শুরু হবে সকাল ৯টায় এবং শেষ হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।