১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাকার দরপতন অব্যাহত, ডলারের দাম আরও বাড়ল

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে টাকার দরপতন অব্যাহত রয়েছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম আবারও বেড়েছে। বুধবার (২২ অক্টোবর) বিভিন্ন ব্যাংকে ডলারের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে সর্বোচ্চ ১২২ টাকা ৭৫ পয়সা, যা গত সপ্তাহে ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে আজ ডলারের সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ১২২ টাকা ২৫ পয়সা, যা গতকাল ছিল ১২২ টাকা। এর আগে, গত ২০ অক্টোবর পর্যন্ত আন্তঃব্যাংক বিনিময় হার ঘুরপাক খাচ্ছিল ১২১ টাকা ৮০ পয়সার আশপাশে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে আমদানি এলসি খোলার সংখ্যা বেড়ে যাওয়া, এবং বাজারে ডলারের সরবরাহ তুলনামূলক কম থাকা— এই দুটি কারণে ডলারের দাম ক্রমাগত বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ৬ দশমিক ৩ বিলিয়ন ডলারের আমদানি এলসি খোলা হয়েছে, যেখানে আগস্টে ছিল ৫ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এক মাসে প্রায় এক বিলিয়ন ডলার বেশি এলসি খোলা হয়েছে, যা আমদানি চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে ৩৮ মিলিয়ন ডলার (প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে) কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলোর কাছ থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতিবিদদের মতে, ডলারের এই ধারাবাহিক মূল্যবৃদ্ধি আমদানি ব্যয় বাড়াবে, ফলে দেশে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আরও চাপ সৃষ্টি করতে পারে। তারা মনে করছেন, বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে আমদানি নিয়ন্ত্রণ ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।