স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে স্বনির্ভরতার ডাক দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেন, জাতি হিসেবে নিজেদের পায়ে দাঁড়ানোই এখন মূল লক্ষ্য — ডেডলাইন যাই হোক না কেন।
বুধবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই তাগিদ দেন। পরবর্তীতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, “বাংলাদেশ আর কোনো ধরনের দাসত্ব বা পরনির্ভরতা চায় না। আমাদের নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে।”
অধ্যাপক ইউনূস বলেন, পরনির্ভরতা থেকে মুক্ত হয়ে আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলতে হবে। এর জন্য জাতিকে পরিশ্রমী হতে হবে, বুদ্ধি খাটাতে হবে এবং অভ্যাস বদলাতে হবে। “এই পথ কঠিন হলেও, এর মধ্যেই রয়েছে সত্যিকারের আনন্দ,” — যোগ করেন তিনি।
প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছেন, তার মূল ভিত্তি আত্মনির্ভরশীলতা। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের তরুণ সমাজ ও সৃজনশীল জনগোষ্ঠীই এই শক্তির কেন্দ্রবিন্দু।
প্রেস সচিবের ভাষায়, নতুন বাংলাদেশ মানেই স্বনির্ভর বাংলাদেশ। নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমাদের জাতির যথেষ্ট সামর্থ্য আছে।