বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী। তার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগাল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (পিবিসিসিআই)।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় শোক জানান পিবিসিসিআই’র প্রেসিডেন্ট আবদুল আহাদ সালমান এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার এমডি. শফিকুল ইসলাম শফিক।
শহীদ ওসমান হাদীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবার্তায় বলা হয়, “জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক, আধিপত্যবিরোধী সংগ্রামী নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার অবদান বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
শোকবার্তায় আরো বলা হয়, “আমরা তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি এবং প্রার্থনা করছি, তিনি শান্তিতে বিশ্রাম করুন। আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন এবং শহীদ মর্যাদা দান করুন।”
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।
সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।