১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে পুলিশের অভিযান, আটক ৭

রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার প্রস্তুতির অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকার চশমা হিলের বাসভবনে এই অভিযান পরিচালনা করে পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানে সাতজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আওয়ামী লীগের একটি নিষিদ্ধ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য কয়েকজন ব্যক্তি ওই বাসভবনে জড়ো হচ্ছেন—এমন তথ্য একটি ফেসবুক পোস্টে পাওয়া যায়। সেই সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি যেখানে বলা হয়, ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে কিছু লোক জড়ো হচ্ছে। তথ্য ছিল, তাঁদের জন্য বাইরে থেকে খাবারও আনা হচ্ছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি।

তিনি আরও জানান, আটক সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।