২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাইবার হামলায় ইউরোপের আকাশপথে অচলাবস্থা, বহু ফ্লাইট বাতিল

ইউরোপের একাধিক আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সাইবার হামলার ঘটনায় চেক-ইন ও বোর্ডিং কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে শনিবার (২০ সেপ্টেম্বর) লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ব্যাপক ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চেক-ইন ও ব্যাগেজ ড্রপ সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেস প্রযুক্তিগত সমস্যায় পড়েছে। ফলে যাত্রীদের ম্যানুয়ালি সেবা দিতে হচ্ছে, যা স্বাভাবিক প্রক্রিয়ার তুলনায় অনেক বেশি সময় নিচ্ছে।

ব্রাসেলস বিমানবন্দর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুক্রবার রাত থেকে স্বয়ংক্রিয় সিস্টেম অচল হয়ে পড়েছে। এতে ফ্লাইট সূচি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বহু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়তে হচ্ছে। একইভাবে বার্লিন বিমানবন্দরও চেক-ইনে দীর্ঘ বিলম্বের কথা স্বীকার করেছে।

সিস্টেম সরবরাহকারী কলিন্স অ্যারোস্পেসের মূল কোম্পানি আরটিএক্স জানিয়েছে, এটি একটি সাইবার-সম্পর্কিত হামলা। তবে সমস্যা নির্দিষ্ট কিছু বিমানবন্দরে সীমাবদ্ধ এবং ম্যানুয়াল চেক-ইনের মাধ্যমে আপাতত সমাধান করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে যাত্রীদের ফ্লাইটের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে ফ্রাঙ্কফুর্ট ও জুরিখ বিমানবন্দর জানিয়েছে, তারা কোনো প্রভাবিত হয়নি।

সূত্র: রয়টার্স