১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে হাজির রাজসাক্ষী মামুন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্ধারণ করা হবে।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই তারিখ নির্ধারণ করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিকে, মামলার অন্য দুই আসামির একজন—সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে (যিনি দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন) সকাল ৯টার পর কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও রাজধানীজুড়ে বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে গত ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যের মাধ্যমে এই মামলার কার্যক্রম সমাপ্ত হয় এবং সেদিনই ট্রাইব্যুনাল-১ রায়ের তারিখ আজ জানানো হবে বলে ঘোষণা করেন। এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল প্রসিকিউশন। রাজসাক্ষী মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে, প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম ১৬ অক্টোবর টানা পাঁচ দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। গত ৮ অক্টোবর মূল তদন্ত কর্মকর্তার জেরার মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়।

গত ১০ জুলাই শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। মোট ২৮ কার্যদিবসে ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।