জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, শাপলা প্রতীক পেতে তাদের আর কোনো আইনি বা রাজনৈতিক বাধা নেই।
বৃহস্পতিবার (২ অক্টোবর) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, “শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয়, কোনো মামলা করব না।” এই ঘোষণার পর এনসিপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ক্রিনশট শেয়ার করে দাবি করেছে, অবশেষে শাপলা প্রতীক পেতে কোনো আইনি বা রাজনৈতিক প্রতিবন্ধকতা রইল না।
এনসিপি জানিয়েছে, আগে নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দে আইনি বাধা দেখিয়েছে, যা এনসিপির লিগ্যাল উইং সরাসরি ব্যাখ্যা করে। পরে কমিশন রাজনৈতিক বাধার কথা জানিয়েছিল। কিন্তু নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঘোষণার পর তা আরও অব্যাহতি পেল।
এনসিপি নির্বাচন কমিশনকে সতর্ক করে ফেসবুক পোস্টে লিখেছে, “আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে বের হয়ে জনগণ ও রাষ্ট্রের দায়িত্ব পালন করুন।”