২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লিভারের ৭৫ শতাংশই নষ্ট; তারপরও যেভাবে সুস্থ আছেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন বলিউডের এক কিংবদন্তি অভিনেতা। বয়স ৮৩ পেরোলেও তিনি এখনো সমানতালে অভিনয় করছেন, পাশাপাশি করছেন সঞ্চালনার দায়িত্বও। অথচ আশ্চর্যের বিষয়, তার লিভারের প্রায় ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে বলে জানা যায়। আশির দশকের শুরুতে ‘কুলি’ চলচ্চিত্রের শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি, যা তার জীবনে বড় ধাক্কা হয়ে আসে। তবুও সব প্রতিকূলতা জয় করে আজও দর্শকদের মুগ্ধ করে চলেছেন অমিতাভ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কুলি’ সিনেমার শুটিংয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার সময় ‘হেপাটাইটিস বি’ রোগে আক্রান্ত হন। তাতেই নষ্ট হয়ে যায় লিভারের একটা বড় অংশ।

সুস্থ থাকতে খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছেন তিনি। মাছ-মাংসও খান না। ডাল, সবজি ও রুটি খান। বেশিরভাগ দিন দই-ভাত খান। এ ছাড়াও আমলা, তুলসীর রস খান। মদ্যপান, ধূমপান সম্পূর্ণ ভাবে ত্যাগ করেছেন।

১৯৮২ সালে এই ছবির শুটিংয়ের সময় যে অঘটন ঘটে। তার জন্য সেই সময় তাকে ২০০ জন ৬০ ব্যাগ রক্ত দিয়েছিলেন। অমিতাভ জানিয়েছেন, এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল ‘হেপাটাইটিস বি’ ভাইরাস।

সেখান থেকেই তার শরীরে সংক্রমিত হয় এই রোগ। ধীরে ধীরে কার্যক্ষমতা হারিয়েছে তার লিভার। ২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক বিষয়টি জানতে পারেননি তিনি। সেই সময় আবার যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। দিনে ৮-১০ টা করে ওষুধ খেয়ে সঞ্চালনার কাজ চালিয়ে গিয়েছেন। ফলে গত কয়েক বছরে অনেকটাই অকেজো হয়ে এসেছে তার লিভার।