১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

লালবাগ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম আর নেই

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজেউন।

রোববার (২৮ ডিসেম্বর) মাগরিবের নামাজ আদায়ের পর লালবাগ মাদরাসার ছাত্রাবাসে তিনি মৃত্যুবরণ করেন।

৮৪ বছরের বর্ণাঢ্য জীবনে লালবাগ মাদরাসাতেই শিক্ষকতায় কাটিয়েছেন দীর্ঘ ৪০টি বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনী এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর নিজ বাড়ী কুমিল্লা জেলার মুজাফফরগঞ্জে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।