রাজধানীর মোহাম্মদপুরে টাকা চুরির অপবাদ থেকেই মা ও মেয়েকে হত্যা করা হয়। গ্রেফতারের পর এমনটাই দাবি করেছেন গৃহকর্মী আয়েশা।
বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠি থেকে গ্রেফতারের পর পুলিশের কাছে ‘হিট অব দ্য মোমেন্টে’ খুন করার কথা জানিয়েছেন তিনি। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
আয়েশা জানিয়েছেন, খণ্ডকালীন গৃহকর্মীর কাজ নেয়ার পরই ওই বাসা থেকে কিছু টাকা খোয়া যায়। এ ঘটনায় গৃহকর্তী লায়লা আফরোজ (৪৮) তাকে দোষারোপ করেন। টাকা চুরির অপবাদে কয়েক দফায় টর্চারও করা হয়। এর প্রেক্ষিতেই ‘হিট অব দ্য মোমেন্টে’ ঘটে যায় এই নৃশংস হত্যাকাণ্ড।
তবে আয়েশার এ বক্তব্য কতটা সঠিক সে বিষয়ে যাচাই-বাছাই চলছে। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের স্বল্প সময়ের মধ্যেই আয়েশাকে গ্রেফতার পুলিশের তেজগাঁও বিভাগের বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান যুগান্তরকে বলেন, গ্রেফতার আয়েশা এখনও ঢাকায় এসে পৌঁছেনি। তাকে গ্রেফতারকারী টিম ঢাকায় পৌঁছালে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত সোমবার মোহাম্মদপুরের একটি বাসায় গৃহকর্মী আয়েশার হাতে নৃশংসভাবে খুন হন গৃহকর্তৃ লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা সাওয়াল বিনতে আজিজ (১৫)। হত্যার ঘটনায় সোমবারই লায়লা আফরোজার স্বামী স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।