১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক কেবল আফগানিস্তানের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা : মাওলানা খালিদ

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী উপমন্ত্রী মাওলানা মুহাম্মাদ কাসিম খালিদ বলেছেন, মাদক শুধু আফগানিস্তানের সমস্যা নয়, বরং এটি একটি বৈশ্বিক সমস্যা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কাবুলে জাতিসংঘের আফগানিস্তান সহায়তা মিশনের (ইউনামা) রাজনৈতিক বিভাগের পরিচালক স্কট স্মিথ ও তার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে মাওলানা খালিদ এ কথা বলেন।

তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান মাদকবিরোধী কঠোর পদক্ষেপ নিয়েছে। কারও মাদক চাষ, পাচার, ক্রয় বা বিক্রি করতে দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, মাদক সমস্যা মোকাবিলায় মাদকাসক্তদের চিকিৎসা, প্রতিরোধমূলক কার্যক্রম, পেশাগত প্রশিক্ষণ, কৃষকদের বিকল্প জীবিকা নিশ্চিত করা এবং মাদক ধ্বংস; এই সবকিছুই আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়। কারণ এটি বিশ্বব্যাপী একটি চ্যালেঞ্জ।

অন্যদিকে স্কট স্মিথ ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতার জারি করা মাদকবিরোধী আদেশের প্রশংসা করেন এবং সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

দুই পক্ষই ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

সূত্র : পাজক আফগান নিউজ