ভারতের বিপক্ষে জিততে পারলেই ফাইনালে এক পা দিয়ে রাখত বাংলাদেশ। টাইগাররা এমন সুযোগ গতকাল (বুধবার) হেলায় হারিয়েছে। বোলারদের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্সে ভারতকে ১৬৮ রানে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় অলআউট ১২৭ রানে।
তবে আজ ফের ফাইনালে উঠার সুযোগ। পাকিস্তানের সাথে জিতলেই ফাইনাল খেলবে টাইগাররা।
লিটন দাসের অনুপস্থিতিতে গতকাল অধিনায়কত্ব করেন জাকের আলি অনিক। তিনিও ভারত ম্যাচে হারের কারণ হিসেবে ব্যাটিং বিপর্যয়ের কথা জানিয়েছেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, টেনশনের (দুশ্চিন্তা) কিছু নেই। আমরা (ব্যাটিংয়ে) ভালো এক্সিকিউট করতে পারিনি। আমাদের গত কয়েক ম্যাচ দেখবেন মিডল ওভারে ভালো (ব্যাটিং) করেছি। তাদেরও রিস্ট স্পিনার ও চায়নাম্যান ছিল, কিন্তু আজ আমরা ভালো করতে পারিনি। ব্যাটিং ইউনিট হিসেবে ভালো খেলেনি।
অভিষেক-গিলের তান্ডবে পাওয়ার প্লেতে ৭২ রান তুলেছিল ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়ানো বোলারদের প্রশংসায় জাকের বলেন, ‘পাওয়ারপ্লেতে ব্যাটারদের সুবিধা থাকে। তখন আমরা প্যানিক হই নাই। টাইমআউটের সময় এটাই চিন্তা ছিল যেভাবে নরমাল থাকা যায়। বোলাররা খুব ভালো এক্সিকিউট করতে পেরেছে। এই ম্যাচ থেকে অনেক ভালো কিছু নেওয়ার আছে। কালকের ম্যাচে ইনশাল্লাহ আরও ভালো করা যাবে।’
এশিয়া কাপের আগে চ্যাম্পিয়ন হওয়া লক্ষ্যে বলে জানিয়েছিলেন জাকের। পাকিস্তান ম্যাচের আগেও একই সুর শোনা গেল তার কণ্ঠে, ‘এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যখন (গ্রুপপর্বে) শ্রীলঙ্কার সঙ্গে হারলাম, আমি বললাম আমরা চ্যাম্পিয়ন হতেই আসছি। কালকের ম্যাচেও সেই সাহস নিয়েই খেলব, আমরা ফাইনালে ওঠার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব ইনশাআল্লাহ।’
ফাইনালে উঠতে হলে পাকিস্তান ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। যেকোনো মূল্যে জিততে চান জাকেরও, ‘(পাকিস্তান ম্যাচে) পরিকল্পনা এরকমই থাকবে। বোলিংয়ে ভালো করেছি। ব্যাটিংটাও আমরা ভালো করেছিলাম। এই টুর্নামেন্টেই আমরা ভালো করেছি। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। আশা ছাড়ার কিছু নেই। কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্যও তা। জেতার জন্য আমরা সেরকম পারফরম্যান্স করার চেষ্টা করব।’
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচেরও ভেন্যু একই, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।