১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোরকা পরায় ঢাবি শিক্ষার্থীকে ‘থুতু’ নিক্ষেপ এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বোরকা ও নিকাব পরার কারণে এক নারী শিক্ষার্থীকে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা (জুলজি) বিভাগের সামনে। ভুক্তভোগী শিক্ষার্থী নাফিসা সামিহা মায়িশা মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক ছাত্রী।

নাফিসা জানান, ক্লাস শেষে কার্জন হল থেকে ফেরার পথে এক অপরিচিত নারী তার গায়ে থুতু নিক্ষেপ করে বলেন, সব পাকিস্তানি, মুখ পুড়েছে যে মুখ ঢেকে রেখেছিস? এরপর ওই নারী তার হাত ধরে টান দেন এবং বলেন, হাত কি দেখতে খারাপ যে ঢেকে রেখেছিস? আগুনে পুড়েছে নাকি?

এ ঘটনায় বৃহস্পতিবার ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেন।

ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না জানান, প্রক্টর অফিসে অভিযোগ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ দেখা যায়নি। ঘটনাস্থলে সিসিটিভি থাকলেও ফুটেজ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রক্টর অফিস আমাদের দুই দিন সময় চেয়েছে, কিন্তু ভিকটিমের জন্য এটি অনেক দীর্ঘ সময়। শিক্ষার্থীটি এখন মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছে।

তামান্না হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘটনার দ্রুত সমাধান না হলে বিষয়টি জাতীয় ইস্যুতে রূপ নিতে পারে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যও হুমকি তৈরি করছে।

এর আগে নিজের ফেসবুক পোস্টে মায়িশা লেখেন, একজন অচেনা নারী আমাকে গালাগাল করে, থুতু নিক্ষেপ করে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিলাম। অনেক কষ্টে নিজেকে সামলে হলে ফিরে আসি। এখনো মনে হয়, তার গালিগুলো কানে বাজছে।