যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। একই সঙ্গে বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশ্বব্যবস্থা ভেঙে তা যেন ‘‘ডাকাতদের আস্তানায়’’ পরিণত না হয়; সেই বিষয়ে সতর্ক থাকবেন। যাতে নৈতিকতা-বিবর্জিতরা যা খুশি দখল করে নিতে না পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে দেশটির পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেইনমায়ার। একই সঙ্গে বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশ্বব্যবস্থা ভেঙে তা যেন ‘‘ডাকাতদের আস্তানায়’’ পরিণত না হয়; সেই বিষয়ে সতর্ক থাকবেন। যাতে নৈতিকতা-বিবর্জিতরা যা খুশি দখল করে নিতে না পারে।
রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনকে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে বর্ণনা করে জার্মানির এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের আচরণ আরেকটি ঐতিহাসিক বিচ্ছেদের প্রতিনিধিত্ব করছে।