১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের বিষয়ে কোনো সংশয় নেই। তিনি বলেন, উই আর কনভিন্সড যে, ২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য যথেষ্ট জোরালো ছিল। গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন, তার ভিত্তিতে আমাদের কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলোও একমত যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিনে নিউইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াতও।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা সবাই এতে একমত। আমরাও প্রস্তুতি নিচ্ছি। তবে এর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করতে হবে। যেমন—জুলাই সনদ। এ বিষয়ে আমরা একমত হলেও সেটি বাস্তবায়ন না হলে সেখানে একমত হওয়ার বাস্তবতা নেই।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘে নির্বাচনের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নেই। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি।