১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে: প্রধান উপদেষ্টা

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে: প্রধান উপদেষ্টা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।

গাজায় চলমান হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে তিনি সতর্ক করে বলেন, চরম জাতীয়তাবাদ, ক্ষতিকর ভূরাজনীতি ও অন্যের দুর্ভোগে উদাসীনতা—এগুলো বহু দশকের অর্জন ধ্বংস করছে। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ আমরা গাজায় দেখছি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, শিশুরা না খেতে পেরে মারা যাচ্ছে, বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল-স্কুলসহ পুরো জনপদ নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। অথচ গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

জাতিসংঘের স্বাধীন তদন্ত দলের প্রতিবেদনকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আমাদের চোখের সামনেই একটি বর্বর গণহত্যা সংঘটিত হচ্ছে। মানবজাতি এই গণহত্যা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করছে না, যা ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না।

একইসঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকারের প্রতি সমর্থন জানান তিনি।