১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন: মামদানি

নেতানিয়াহু নিউইয়র্কে এলেই গ্রেপ্তার হবেন বলে সতর্ক করেছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার প্রেক্ষিতেই মামদানি এই ঘোষণা দেন।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, বিদায়ী মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকালে নিউইয়র্কের মেয়র হিসেবে নিজের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তাকে আমন্ত্রণ জানান।

তবে এবিসি৭–এর লাইভ অনুষ্ঠানে এ আমন্ত্রণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মামদানি স্পষ্ট জানান—নিউইয়র্ক ‘আন্তর্জাতিক আইনের শহর’, আর এখানে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকবে। ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

মামদানি বলেন, আন্তর্জাতিক আইনের শহর হিসেবে নিউইয়র্ক সেই আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কার বিরুদ্ধে পরোয়ানা—নেতানিয়াহু কিংবা পুতিন—তা বিবেচ্য নয়; আইনই প্রাধান্য পাবে।

গত অক্টোবর ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, আইনগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন। নিউইয়র্ক আন্তর্জাতিক নিয়ম-নীতিকে সমুন্নত রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেছিলেন।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর গ্রেপ্তারে তিনি কোনো নতুন আইন তৈরির চেষ্টা করবেন না। বিদ্যমান আইনের মধ্যেই সম্ভাব্য সব উপায় অনুসন্ধান করা হবে। এ প্রসঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে বলেন, ‘আমি ট্রাম্পের মতো নই; নিজের সুবিধার্থে নতুন আইন বানানোর পথে হাঁটব না।’