মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস, এর চার সাংবাদিক ও প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানি মামলা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডার ফেডারেল কোর্টে করা মামলায় বলা হয়েছে, ভুয়া ও বিদ্বেষপূর্ণ তথ্য প্রকাশ করে ট্রাম্পের ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। এর মধ্যে “ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য” শিরোনামের প্রতিবেদন এবং “লাকি লুজার” বইয়ের উল্লেখ রয়েছে।
নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “আজ, আমি নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মানহানি মামলা করার জন্য সম্মানিত বোধ করছি।”
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মামলার অভিযোগপত্রে নিউইয়র্ক টাইমসের কয়েকটি প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং ট্রাম্পের দাবি, এসব প্রতিবেদন ও বই তার ব্যবসায়িক সুনাম ও পারিবারিক ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি করেছে। মামলায় চারজন সাংবাদিকের নাম সরাসরি উল্লেখ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ‘মিথ্যা ও বিদ্বেষপূর্ণ তথ্য ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে।
এদিকে মামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নিউইয়র্ক টাইমস বা পেঙ্গুইন র্যান্ডম হাউস।