আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে এই অনুমতি দিয়েছে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তা নিশ্চিতে।
সূত্র জানায়, চলতি মাসের শুরুতে বিএনপিকে একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতি দেওয়া হয়। এর আগে, গত জুনে একটি বুলেটপ্রুফ গাড়ির অনুমতি পায় দলটি। উভয় যান জাপান থেকে আমদানি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রায় পাঁচ মাস আগে তারেক রহমানের গাড়ির বিষয়ে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রতিবেদন পাওয়ার পর অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্যও বুলেটপ্রুফ গাড়ির আবেদন আসে, যেটির অনুমতি ৬ অক্টোবর দেওয়া হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, “নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান দেশজুড়ে জনসংযোগ করবেন। তাদের নিরাপত্তা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে।”
এছাড়া, দলটি সম্প্রতি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের জন্যও আবেদন করেছে বলে জানা গেছে। বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।
বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেওয়া হয়। রাজনৈতিক দলের জন্য এই ধরনের অনুমতি অতীতে খুবই সীমিত ছিল।
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা) সূত্রে জানা গেছে, সাধারণত জাপান, কানাডা ও জার্মানি এসব গাড়ি তৈরি করে। একটি বুলেটপ্রুফ গাড়ির দাম প্রায় ২ লাখ মার্কিন ডলার (প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা), তবে ৮০০ শতাংশ শুল্কসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ২২ কোটি টাকায়।