দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। এর আগে দুইবার ফাইনাল খেললেও দুইবারই হেরেছে তারা। এবার শিরোপা জয়ের ফলে এক বাধা পার করতে পেরেছেন বলে জানিয়েছেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর।
রোববার (২ নভেম্বর) বিশ্বকাপের ফাইনালে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯৮ রানের পুঁজি পায় ভারত। জবাবে ২৪৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। তাতে ৫২ রানের জয় নিয়ে প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপ উঁচিয়ে ধরে ভারত।
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়েছেন। তার পাশাপাশি তিনি বলেছেন, জেতার অভ্যাসটা নিয়মিত করতে হবে।
হরমনপ্রীত কৌর বলেন, বেড়াটা ভাঙতে চেয়েছিলাম। এই জয় দরকার ছিল। সবে শুরু। এবার জেতা অভ্যাসে পরিণত করতে চাই। এই মুহূর্তের অপেক্ষা করছিলাম। আমরা আরও উন্নতি করতে চাই। এটাই শেষ নয়। এ তো সবে শুরু।
গ্রুপপর্বে তিন ম্যাচ হেরেও কীভাবে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছে ভারত সেটাও জানিয়েছেন কৌর। তিনি বলেন, আমরা পরপর তিনটি ম্যাচে হেরেছিলাম। কিন্তু তারপরেও নিজেদের ওপর বিশ্বাস ছিল। জানতাম, ঠিক কিছু একটা ভালো হবে। দলের সবাই আত্মবিশ্বাসী ছিল। দিন-রাত খেটেছি। একটা দল হয়ে খেলেছি।