সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—গত ১৪ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান থেকে নবাবপুর রোড পর্যন্ত এলাকায় আওয়ামী লীগের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভুয়া। ওইদিন গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের কোনো মিছিল হয়নি। ভিডিওটি আসলে ১৪ জুলাই নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিলের।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম রিভার্স সার্চে পাওয়া গেছে যে এটি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এক নেতা এমডি আল-আমিন মাহিনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৫ জুলাই পোস্ট করা হয়েছিল। যুবদলের অফিসিয়াল ফেসবুক পেজেও একই বিক্ষোভ মিছিলের ড্রোন ফুটেজ পাওয়া গেছে।
গুগলম্যাপের জিওলোকেশন বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, ভিডিওটি রাজধানীর নয়াপল্টনে ধারণ করা হয়েছে। সেখানে দেখা যায় ‘ফেনী অনুবাদ কেন্দ্র’ নামের একটি দোকান, যা ওই এলাকায় অবস্থিত।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।