২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি: সালাহউদ্দিন

জাতীয় স্বার্থের বাইরে গিয়ে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “কিছু আসন বেশি পাওয়ার লোভে কিংবা রাজনৈতিক হীন উদ্দেশ্যে যদি কেউ পিআর দাবি তোলে, তা হলে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এর জবাব মাঠেই দেওয়া হবে।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েক দলের যুগপৎ আন্দোলনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এখন আলোচনার টেবিলে রয়েছে। “এমন সময়ে আন্দোলন কতটা যৌক্তিক, তা জনগণই মূল্যায়ন করবে।”

তিনি আরও বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হলে তা ভবিষ্যতে ভয়ংকর চর্চায় রূপ নেবে। “যদি সত্যিই নিষিদ্ধ করতে হয়, তবে স্বৈরাচারের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন তাহলে কারা করবে?”—প্রশ্ন তোলেন তিনি।

স্থিতিশীল সরকার গঠনে ব্যর্থ হলে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।