ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাঁরা মাছধরার কাজ করতেন।
নিহতদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সাওদাগর, আরজু ও রকি। মাছধরা শেষে ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান, বাকিরা হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।
একসঙ্গে একই এলাকার সাত প্রবাসীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারিকাইতে।
স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাংলাদেশ দূতাবাস বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছে।