সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। এই রায়ের পর থেকেই আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) আপিল বিভাগের রায় ঘোষণার পর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা দেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা। এখন থেকে বাংলাদেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে। আর মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবে— এমন ঘটনা আর ঘটবে না।
তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হ্যাঁ–না ভোটে নির্ধারিত হবে না; এটি পূর্বাবস্থায় ফিরে গেছে। তবে এই ব্যবস্থা কোনো ধর্মগ্রন্থ নয়— ভবিষ্যতে যদি জনগণ মনে করে এটি আর কার্যকর নয়, সংসদ তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন এবং আগের নিয়মে হবে কি না, কিংবা জুলাই সনদ অনুসরণ করা হবে কি না। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।