২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামী প্রকাশনী ও কিছু কথা

রাশেদ মুহাম্মাদ

রাস্তায় দাঁড়িয়ে রিকশা খুঁজছি। বাইতুল মোকাররম যাব। রিকশাওয়ালারা ১২০-১৪০ টাকা চাচ্ছে। এর পর এ ছেলেটি এলো। বলল, কোন গেইটে নামবেন? বললাম, নামব তো পূর্ব গেইটে; কিন্তু পূর্ব গেইটে যেতে হলে তোমাকে ঘুরতে হবে অনেক। তুমি আমাকে স্টেডিয়ামের সামনে নামিয়ে দিয়ো মানে দক্ষিণ দিকে।

: বইমেলায় যাবেন? বাঁশ গাড়তেছে দেখলাম।
: হুম, এই তো চিনছো।
: ওঠেন।
: ভাড়া কত?
: ভাই এখন অফিস টাইম, খুব জাম। ১২০ টাকা দিয়েন।
: আমি ৮০ টাকা দেব ভাই। হলে বলো।
: আচ্ছা, আপনি ৮০ টাকাই দিয়েন। বইমেলাটা ভাল্লাগে। কমেই যামু, সমস্যা নাই।
আমি হাসি দিয়ে রিকশায় বসলাম।

এরপর শুরু হলো জ্যাম। ৫ মিনিটের রোডে ৪০ মিনিট ধরে বসা। ওদিকে আবদুল্লাহ ভাই কল দিয়ে কই আছি জিজ্ঞেস করলেন। অথচ এখনো মালিটোলা পার করিনি। ফোনে বললাম, আমি হেঁটে আসছি, দাঁড়ান।

আমার কথাটা শুনে ছেলে বলল, ভাই, নামতে অইব না। আর একটু বহেন। সামনের কাটিংটা দিয়ে বের হয়ে ভেতর দিয়ে নিয়া যামু আপনারে। এ রোদে হাইট্টা পারবেন না।

আমি বিমোহিত হয়ে বসে রইলাম। গন্তব্যে এসে তাকে ১০০ টাকা দিয়ে বললাম, পুরোটাই রাখো ভাই। তোমার কথাগুলো ভালো লেগেছে খুব। আর এ দিকে আমরা ইসলামি প্রকাশনীকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করছি। জোর করে বাড়িগাড়ি দিয়ে বই বিক্রি করছি। আর এ ইস্যুতে এমন এমন ভদ্রলোক পোস্ট প্রসব করছেন, যারা নিজেরাও নকল ও কপি বই পাঠকের হাতে পৌঁছে দিতে বাংলাবাজারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তারাও এখন প্রকাশনাগুলোকে মার্কেটিং শেখাচ্ছেন।

আরে ভাই, বইয়ের ব্যবসায় লাভ কম, এটা তো জানা কথা। এ জগতে কোনো বড় মাপের ধনী ইনভেস্ট করেন না, এটাও আরেক দুঃখের কথা। কিন্তু আপনি তো ব্যবসায়ী মানুষ।

যদি দেখেন, ব্যবসায় লাভ কম হচ্ছে, তাহলে এর পাশাপাশি আরেকটি বিজনেস সাথে রাখেন। এটাকে সেই বিজনেসের লভ্যাংশে চালান। তবু জোর করে কেন মানুষকে বই কেনাবেন? নারী দিয়ে প্রচারণা করবেন। নতুন পাঠক তৈরি করার পেছনে একটু কষ্ট করা যায় না?

আরেক দিকে এমনকিছু শুকনো মস্তিষ্কের পাঠক আছে, যারা কট্টরপন্থিতে নিজেকে আমির মনে করে। ইসলামি বই বাদে পৃথিবীর কোনো বইয়ের পাঠকই তার কাছে মানুষ নন। সাহিত্য, রাজনীতি, দর্শন, সংস্কৃতির পাঠকে এরা জাতে ওঠার তকমা লাগায়। একটা নতুন পাঠক তৈরি করা কত যে কষ্ট, এ কথা তারা বোঝে না।

একরোখা স্বভাব যেমন বর্তমান সময়ে জন্য বিপজ্জনক, এককেন্দ্রিক জানাশোনা বা পড়াশোনাও দুঃখজনক। আশা করি, আমরা সকলে ধীরে ধীরে আগামীর প্রজন্মকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করব ইনশাআল্লাহ।

লেখক : প্রুফরিডার ও সম্পাদক