২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ দেশের অধিকাংশ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশে প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর প্রভাবে সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সরে গিয়ে বর্তমানে ভারতের তেলেঙ্গনা ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত রয়েছে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল থেকে আসাম পর্যন্ত।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।