১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ-কালের মধ্যেই গণভোট অধ্যাদেশের গেজেট: আইন উপদেষ্টা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ-২০২৫ অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি জানান, আজ বা কালকের মধ্যেই গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।

আইন উপদেষ্টা বলেন, গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে আলাদা হবে। বিভ্রান্তি এড়াতে ব্যালটের রঙও পৃথক রাখা হবে।

তিনি জানান, সংসদ নির্বাচনে দায়িত্ব পাওয়া রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই একইভাবে গণভোট পরিচালনার দায়িত্ব পালন করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই-তিন দিনের মধ্যেই গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করা হবে। চারটি প্রশ্ন যেন সবাই সহজে বুঝতে পারে— সে জন্য সব মন্ত্রণালয় সমন্বিতভাবে প্রচারণা চালাবে।

আইন উপদেষ্টা আরও জানান, গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট একসঙ্গে গণনা করা হবে এবং ভোটদান পদ্ধতিও একই থাকবে।

তিনি বলেন, গণভোট কীভাবে পরিচালিত হবে— তা নিয়ে আইন করা হয়েছে। নির্বাচনের চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

বর্তমানে প্রবাসী ভোটার নিবন্ধন দাঁড়িয়েছে ৩১ হাজার ৮০০ জনে বলেও জানান আইন উপদেষ্টা।