সাম্প্রতি গ্রেপ্তার হওয়া আলেম-উলামা ও ইসলামপন্থীদের নিঃশর্ত মুক্তি এবং লেখক ও শিক্ষক মাওলানা আইনুল হক কাসিমীসহ সকল নির্দোষ বন্দির কারামুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেনেসাঁ।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমুআ সিলেট নগরীর বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হবে।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলায় আলেম-উলামাসহ অনেক নিরপরাধ মানুষ দীর্ঘদিন ধরে কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। বিশেষ করে লেখক ও শিক্ষক মাওলানা আইনুল হক কাসিমীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে তাকে এবং তার মতো সকল নির্দোষ বন্দীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
আগামীকালকের এই মানববন্ধনে সিলেটের সর্বস্তরের সচেতন নাগরিক ও তৌহিদি জনতাকে যথাসময়ে উপস্থিত হয়ে সংহতি প্রকাশের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।