মহান বিজয় উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে পর্তুগালের রাজধানী লিসবনের স্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশীরা।
আজ সোমবার (১৬ই ডিসেম্বর) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, পর্তুগাল শাখার উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি এই শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সোমবার খুব ভোরে লিসবনের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের সকল নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, পর্তুগাল শাখার সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মাসুদ খান এবং সাধারণ সম্পাদক রিপন মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি জনাব মীর মোহাম্মদ শাহারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত মুরাদ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ হুসাইন আহমেদ, অর্থ সম্পাদক জনাব জাফর উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, পর্তুগাল শাখা জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।