ভারতীয় সেনাবাহিনী সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন ভারতীয় সেনাবাহিনী এর ন্যাক্কারজনক হামলা চালায় দেশের বুদ্ধিজীবী মহলের উপর।
তিনি বলেন, ভারতের নির্দেশনায় আওয়ামী লীগ বুদ্ধিজীবী হত্যার তদন্ত আগাতে দেয়নি। জীবিত জহির রায়হানকে যদি পাওয়া যেত, তাহলে বুদ্ধিজীবী হত্যার আসল ইতিহাস এ জাতি জানতে পারত।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটশনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামী।
সভার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার রহস্য উন্মোচিত হয়নি। বলেন, দিল্লির পরিকল্পনায় ভারতীয় সেনারা দেশে বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করেছে।
জুলাই যোদ্ধারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী, তাই টার্গেট করে করে তাদেরকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা।