১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে একটি আসনও পাবে না জামায়াতে ইসলাম: হেফাজত আমির

নির্বাচনে অংশ নিলে একটি আসনও পাবে না জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। সেই সঙ্গে জামায়াতের ইসলামীর আদর্শ নিয়েও সমালোচনা করেন তিনি।

শনিবার (১৩ ডিসেম্বর ) রাতে ফরিদপুরের নগরকান্দায় ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘শানে রেসালাত মহা সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হেফাজতের আমির বলেন, ‘মওদুদীর ইসলাম ও আমাদের ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম ইসলামই নয়; মদিনার ইসলামই প্রকৃত ইসলাম।”

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিলেও একটি আসনও পাবে না।

বক্তব্যে সমমনা ৮ দলের নির্বাচনী সমঝোতার কড়া সমালোচনা করেন তিনি। মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, আসন ও ভোটের স্বার্থেই জোটবদ্ধ হয়েছে এই ৮ দল।”