১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ২ লাখ ৯২ হাজার

প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন প্রবাসীরাও। এই উদ্যোগকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপস তৈরি করেছে সরকারে। এই অ্যাপসে ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ২ লাখ ৯২ হাজার ১৯০ জন প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ২ লাখ ৬৯ হাজার ৪৩৯ জন পুরুষ এবং ২২ হাজার ৭৫১ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ ডিসেম্বর) ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এ ক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এ জন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ ক্ষেত্রে ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।