১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্রান্সে “বিসিএফ কৃতী সম্মাননা” পেলেন ২৯ বাংলাদেশি শিক্ষার্থী

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থীদের সম্মান জানাতে এক হৃদয়স্পর্শী সংবর্ধনার আয়োজন করেছে সামাজিক সেবামূলক সংগঠন “বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স” (বিসিএফ)। তাদের শিক্ষা অর্জন, নিষ্ঠা ও সাফল্যকে তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

গত শনিবার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে প্যারিসের একটি মিলনায়তনে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।

ফ্রান্সের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফ্রেঞ্চ কারিকুলামে অধ্যয়নরত মোট ২৯ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা সনদ ও পদক দেওয়া হয়। এর মধ্যে ছিলেন ব্যাকার্লরেয়া (বাক) পরীক্ষায় উত্তীর্ণ ১০ জন, ব্রেভে দে টেকনিসিয়ঁ সুপিরিয়র (বিটিএস) ১ জন, অনার্স ২ জন, মাস্টার্স ১৫ জন ও একজন চিকিৎসক।

এছাড়া ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত খন্দকার এম তালহাকেও সম্মাননা দেওয়া হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা, দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলসহ বিভিন্ন রাজনৈতিক, কমিউনিটি ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএফের সহ-সভাপতি জহিরুল রানা, ফাতেমা তুজ জোহরা, তানিয়া রহমান ও ফারসিনা হোসেন।

অনুষ্ঠানে বিসিএফ রিইউনিয়ন উপলক্ষ্যে সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল সম্পাদিত স্মরণিকা “সহযাত্রী”-এর মোড়ক উন্মোচন করা হয়।

এবছর বিসিএফ কমিউনিটি অ্যাওয়ার্ড পেয়েছে ফরাসি সংস্থা জিকে সাভার, এমসি ইনস্টিটিউট, বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড অ্যালুমনি অ্যাসোসিয়েশন ইন বেলজিয়াম, নারী সংগঠন উইথ দ্য মাইন্ড, নুপুর হক, নাট্যকর্মী মোজাম্মেল হোসেন শোয়েব এবং তরুণ উদ্যোক্তা খালেদ মোহাম্মদ।

বিসিএফ পরিচালক এমডি নুর স্বাগত বক্তব্যে কমিউনিটিকে সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সক্রিয়ভাবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরও বক্তব্য দেন বিসিএফের ভাইস প্রেসিডেন্ট মোজাম্মেল হোসেন এবং সাধারণ সম্পাদক নজমুল কবির।