১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

ফতোয়া দেওয়ার অধিকার শুধুমাত্র মুফতিদের; রাজনীতিবিদদের নয়: জাহাঙ্গীর আলম

ফতোয়া দেওয়ার অধিকার শুধুমাত্র মুফতিদের; রাজনীতিবিদদের নয়: জাহাঙ্গীর আলম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলার সহকারী সেক্রেটারি ও নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম বলেছেন, ফতোয়া দেওয়ার অধিকার শুধুমাত্র মুফতিদের; কোনো রাজনীতিবিদদের নয়।

সোমবার বিকেলে নরসিংদীর মনোহরদীর সাগরদী বেলতলা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, একটি মহল ধর্মীয় জ্ঞান ছাড়াই ফতোয়া দেয়, অথচ তারা মুফতি নন। ফতোয়ার বিষয়ে রাজনীতিবিদদের নয়, মুফতিদের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

জাহাঙ্গীর আলম আরও বলেন, অতীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে ‘রাজাকার’ ও ‘আল-বদর’ বলে মিথ্যা অভিযোগ তোলা হয়েছিল, কিন্তু আদালতের পাঁচজন বিচারক রায়ে তাদের নির্দোষ ঘোষণা করেছেন। তাই যারা এখনো জামায়াতকে ‘রাজাকার’ বলে—তাদের নিজেদের পরিচয় আগে পরিষ্কার করা উচিত।

তিনি অভিযোগ করেন, দেশে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না—হোক ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী বা আলেম-ওলামা। তিনি বলেন, অতীতে যারা দেশ পরিচালনা করেছেন কেউই শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেননি, আর জামায়াত সেই ব্যবস্থাই চালু করতে চায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন মনোহরদী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়া এবং সঞ্চালনা করেন সেক্রেটারি এ কে এম মনির উদ্দিন। অনুষ্ঠানে জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শৌকত আলীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।