২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইউরোপ

জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জেনারেল ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফ্রান্সে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ফ্রান্সে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গত ৩১ আগস্ট) প্যারিসে ক্যাথসিমার একটি রেস্তোরাঁয় ‘গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন’ এই আলোচনা সভা ও দোয়া মাহফিল করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফয়সল উদ্দিন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

সংগঠনটির প্রধান উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাইজুল ফয়েজ, নুর খান, কাওছার আহমদ, হাফিজ জিল্লুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আহাদ, শাহেদ আহমদ, লুকুছ মিয়া, নাজমুল হাসান, সাহেদ আহমদ ও মাতাব হোসেন।

বক্তারা মুক্তিযুদ্ধে ওসমানীর নেতৃত্ব, অবদান এবং জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনা শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

জেনারেল আতাউল গণি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটে জন্ম নেন। তিনি ১৯৪১ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন।

জাতির স্বাধীনতা সংগ্রামে ভূমিকার জন্য তিনি ‘বঙ্গবীর’ উপাধি পান। ১৯৮৪ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মারা যান।