১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিধ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির আন্দোলনের ফসল: আমীর খসরু

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির আন্দোলনের ফসল: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে। তার দাবি—এ রায় বিএনপির দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ফসল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ফ্রি মেডিকেল সেবা ও স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, তত্ত্বাবধায়ক সরকার না থাকায় জনগণকে অতীতে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থার কাঠামো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব।