লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়, লিবিয়ান রেড ক্রিসেন্ট ঘটনাটি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দুটি নৌকা ডুবে যাওয়ার খবর পেয়ে রেড ক্রিসেন্ট উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৬৭ জন সুদানি, দুইজন মিশরীয় এবং আটজন শিশু।
ইউরোপে অবৈধ পথে পৌঁছানোর জন্য লিবিয়াকে অনেক অভিবাসী প্রধান ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জানায়, চলতি বছর মধ্য ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুটে প্রাণহানির সংখ্যা ইতিমধ্যে এক হাজার ছাড়িয়েছে—যা এই রুটের ভয়াবহ ঝুঁকির ইঙ্গিত দেয়। অনিয়মিত অভিবাসন বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও উদ্বেগ বাড়ছে।