যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের স্থায়ীভাবে বসতি স্থাপনের আগে ২০ বছর অপেক্ষা করতে হতে পারে—এমনই প্রস্তাব আসছে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নতুন পরিকল্পনায়।
আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সংস্কারটি চূড়ান্তভাবে উপস্থাপন করা হবে।
সরকার বলছে, ছোট নৌকায় সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশ ও আশ্রয় আবেদন কমানোই এ নীতির মূল লক্ষ্য। নতুন পরিকল্পনা অনুযায়ী আশ্রয়প্রাপ্তদের মর্যাদা সাময়িক থাকবে এবং নিয়মিত পর্যালোচনা করা হবে। যাদের নিজ দেশ নিরাপদ হিসেবে বিবেচিত হবে, তাদের ফিরে যেতে হবে।
বর্তমানে শরণার্থী মর্যাদা পাঁচ বছরের জন্য বহাল থাকে এবং পরে স্থায়ী বসবাসের জন্য আবেদন করা যায়। নতুন নীতিতে এটি কমিয়ে আড়াই বছর করা হচ্ছে এবং প্রতি মেয়াদ শেষে পুনর্মূল্যায়ন হবে। স্থায়ী বসবাসের যোগ্যতার সময়সীমা পাঁচ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করার প্রস্তাব এসেছে।
শাবানা মাহমুদ বলেন, এই সংস্কারের লক্ষ্য পরিষ্কার বার্তা দেওয়া—অবৈধভাবে এখানে আসবেন না, নৌকায় উঠবেন না। তার দাবি, অবৈধ অভিবাসন দেশকে বিভক্ত করছে এবং এটি মোকাবিলা করা সরকারের দায়িত্ব।
ডেনমার্কের কঠোর অভিবাসন নীতির অনুসরণে তৈরি এই পরিকল্পনা লেবার পার্টির ভেতরে আপত্তিও সৃষ্টি করতে পারে। রিফিউজি কাউন্সিলের প্রধান এটিকে কঠোর ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন।