১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পর্তুগালের লিসবন সেন্ট্রাল মসজিদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পর্তুগালের লিসবন সেন্ট্রাল মসজিদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল এক উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছিলেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সাউজা। এ সময় তিনি মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সাউজা তার বক্তৃতায় বলেন, পরস্পরের প্রতি সম্মান ও সহযোগিতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও ঐক্য দেশকে আরও শক্তিশালী করে।

তিনি আরও বলেন যে, মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায় একসঙ্গে কাজ করলে সমাজের সাধারণ সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব।

মসজিদটির ৪০ বছরের যাত্রা :

লিসবন সেন্ট্রাল মসজিদে ১৯৭৮ সালে নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৮৫ সালে নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই নামাজের জন্য খুলে দেওয়া হয়। এর নির্মাণে সৌদি আরব, কাতার, ওমান, তুর্কি ও ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ সহযোগিতা করে।

বর্তমানে এটি শুধু মসজিদ নয়; বরং একটি পূর্ণাঙ্গ মুসলিম কমিউনিটি সেন্টার। এখানে একসাথে ১,০৮০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। এছাড়াও মুসলমানদের বিয়ে, ইসলামিক অনুষ্ঠান, মাদরাসা, লাশের গোসলসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।

গত ৪০ বছরে অসংখ্য রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক অতিথিরা এই মসজিদ পরিদর্শন করেছেন।

সূত্র : আরটিপি