পর্তুগালের লিসবন সেন্ট্রাল মসজিদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল এক উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছিলেন পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সাউজা। এ সময় তিনি মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো দে সাউজা তার বক্তৃতায় বলেন, পরস্পরের প্রতি সম্মান ও সহযোগিতা একটি গণতান্ত্রিক সমাজের মূল ভিত্তি। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সংলাপ ও ঐক্য দেশকে আরও শক্তিশালী করে।
তিনি আরও বলেন যে, মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য সম্প্রদায় একসঙ্গে কাজ করলে সমাজের সাধারণ সমস্যাগুলো সহজেই সমাধান করা সম্ভব।
মসজিদটির ৪০ বছরের যাত্রা :
লিসবন সেন্ট্রাল মসজিদে ১৯৭৮ সালে নির্মাণকাজ শুরু হয় এবং ১৯৮৫ সালে নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই নামাজের জন্য খুলে দেওয়া হয়। এর নির্মাণে সৌদি আরব, কাতার, ওমান, তুর্কি ও ইরানসহ বেশ কয়েকটি মুসলিম দেশ সহযোগিতা করে।
বর্তমানে এটি শুধু মসজিদ নয়; বরং একটি পূর্ণাঙ্গ মুসলিম কমিউনিটি সেন্টার। এখানে একসাথে ১,০৮০ মুসল্লি নামাজ আদায় করতে পারে। এছাড়াও মুসলমানদের বিয়ে, ইসলামিক অনুষ্ঠান, মাদরাসা, লাশের গোসলসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি এখানে অনুষ্ঠিত হয়ে থাকে।
গত ৪০ বছরে অসংখ্য রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক অতিথিরা এই মসজিদ পরিদর্শন করেছেন।
সূত্র : আরটিপি