বাংলাদেশে পবিত্র কুরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫”।
আগামী শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আয়োজনের উদ্যোক্তা হিসেবে রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’, পৃষ্ঠপোষকতায় রয়েছে পি.এইচ.পি ফ্যামিলি এবং সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)।
শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান জনাব সুফি মো. মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আ. হালিম খান ও ঢাকা জেলা প্রশাসক জনাব তানজিল আহমেদ।
এতে আরো থাকবেন, বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব এজাজ আহমেদ প্রমুখ।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা কারীদের মধ্যে থাকছেন, মিসরের কারী শাইখ আহমদ আল জাওহারী, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানী, পাকিস্তানের কারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের কারী মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের কারী মুহাম্মদ নাইর আসফার।
উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান কারী মুহাম্মদ ইউসুফ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ সংস্থা গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।