১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫ বাংলাদেশিকে ‘কালো তালিকাভুক্ত’ করে ফেরত পাঠালো মালয়েশিয়া

বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ১১৩ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। এদের মধ্যে ১৫ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের প্রথম সপ্তাহে জোহর রাজ্যের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বন্দিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানো সবাইকে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

ফেরত পাঠানো ১১৩ জনের মধ্যে বাংলাদেশের ১৫ জন ছাড়াও মিয়ানমারের ৬০, ভারতের ১৫, পাকিস্তানের ১১, নেপালের পাঁচ, সিঙ্গাপুরের দুই, থাইল্যান্ডের দুই এবং কেনিয়া, আফগানিস্তান ও তিউনিসিয়ার একজন করে নাগরিক রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব বন্দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর-১ ও ২, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং সুলতান ইস্কান্দার বিল্ডিং কমপ্লেক্সের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। যাদের পাসপোর্ট ছিল না, তাদের সংশ্লিষ্ট দূতাবাস অস্থায়ী ভ্রমণ নথি দিয়েছে।