গাজ্জায় চলমান দখলদার ইসরাইলি আগ্রাসনের মধ্যে হামাসের সামরিক শাখা আল কাস্সামের মুখপাত্র আবু উবাইদার শাহাদাতের দাবি করেছে ইসরাইল। শনিবার (৩০ আগস্ট) গাজ্জা শহরে চালানো এক বিমান হামলার পর রবিবার তারা এ ঘোষণা দেয়। তবে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
রোববার (৩১ সেপ্টেম্বর) দখলদার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাতস ঘোষণা দেন, তারা গাজ্জায় আবু উবাইদাকে নির্মূল করেছে। এই ঘোষণার কিছুক্ষণ পর ইসরাইলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা দাবি করে যে, তারা আবু উবাইদাকে লক্ষ্যবস্তু করেছে।
ইসরাইলি বাহিনী তাদের বিবৃতিতে জানায়, এই অভিযান পূর্ববর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে।
এদিন এর আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত ও আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে ওয়ান্টেড ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, “আমরা আবু উবাইদাকে লক্ষ্য করেছি, এখন ফলাফলের অপেক্ষায় আছি।”
এছাড়া ইসরাইলি সেনা রেডিও জানিয়েছে, গাজ্জায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দফা তারা আবু উবাইদাকে হত্যার চেষ্টা চালায়, তবে সে প্রচেষ্টা ব্যর্থ হয়।