আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করেছিলেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ট্রাইব্যুনাল-১-এ তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কোনো অনুশোচনা দেখাননি। তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন তাদের হত্যার হুমকি দিয়েছেন এবং তাদের বাড়িঘর জ্বালানোর হুমকিও দিয়েছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় গন্ডগোল লাগানোর চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে উসকে দিয়েছেন। তবে দেশপ্রেমিক সেনাবাহিনী ও জনগণ সেই ফাঁদে পা দেননি।
চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, এরকম নিষ্ঠুর হত্যাযজ্ঞ, অঙ্গহানি ও হাজার হাজার মানুষের আহত হওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা নেই। সর্বোচ্চ শাস্তি তার অবশ্যই প্রাপ্য।
এর আগে মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ছিলেন, যাদের মধ্যে মামুন রাজসাক্ষী হিসেবে নিজের দোষ স্বীকার করেছেন।