জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম (ফাইল ছবি)
নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাতিত্ব ও স্বচ্ছতার অভাব দেখা যাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমরা উদ্বেগ জানিয়েছি। নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া এবং বর্তমান আচরণ আমাদের নিরপেক্ষ ও স্বচ্ছ মনে হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের যে কাজ করার কথা ছিল, তা তারা করছে না। নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে, কিছু দলের প্রতি বিমাতাসুলভ আচরণ লক্ষ্য করা যাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশন অপরিহার্য। নির্বাচন সুষ্ঠু না হলে দায় সরকারের ওপরই বর্তাবে। তাই আমরা মনে করি, এই মুহূর্তে নির্বাচন কমিশন পুনর্গঠন প্রয়োজন।
এনসিপি আহ্বায়ক জানান, বৈঠকে তারা জুলাই গণহত্যার বিচার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অগ্রগতি, শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা, এবং জুলাই সনদের বাস্তবায়ন— এসব বিষয় নিয়েও আলোচনা করেছেন। তিনি বলেন, জুলাই সনদের কাগুজে মূল্য নয়, বরং এর বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই আমরা সনদে স্বাক্ষর করবো।
এছাড়া প্রশাসনে বদলি ও নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বিভিন্ন স্তরে বড় রাজনৈতিক দলগুলো প্রভাব খাটাচ্ছে; ডিসি-এসপি পদায়নে ভাগবাটোয়ারা হচ্ছে, নির্বাচনের জন্য তালিকা তৈরি করে সরকারকে দেওয়া হচ্ছে, এমনকি উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সহায়তা করা হচ্ছে। এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আহ্বান জানান, উপদেষ্টা পরিষদে যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে, তাদের বিষয়ে প্রধান উপদেষ্টা যেন দ্রুত সিদ্ধান্ত নেন, যাতে নির্বাচনী পরিবেশে জনগণের আস্থা ফিরে আসে।