১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরী।

সোমবার (২০ অক্টোবর) বাদ আসর জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি এবং পরিচালনা করেন মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, সাধারণ সম্পাদক (দক্ষিণ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

এ ছাড়া বক্তব্য রাখেন, মুফতি ইলিয়াস হামিদী, হাফেজ শামসুল আলম, মাওলানা কামালুদ্দীন ফারুকী, মাওলানা রিজওয়ান হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মোহাম্মদ মিজানুর রহমান এবং ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মোহাম্মদ মাহদী হাসান শিকদার।

বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি শুধু রাজনৈতিক ইস্যু নয়, বরং জাতির অস্তিত্ব ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তারা সরকারের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।