১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট ফি কমানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রবাসীদের জন্য সুখবর: পাসপোর্ট ফি কমানোর ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

বিশ্বজুড়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের খবর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের পাসপোর্ট ফি কমানো হবে।

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রেমিট্যান্স যোদ্ধাদের কাছ থেকে আমরা বেশি টাকা নেবো না, টাকাটা সমান করে দেবো।

তিনি আরও বলেন, আমরা সবসময় তাদের রেমিট্যান্স যোদ্ধা বলি, কিন্তু তারা প্রাপ্য সম্মান ও সেবা অনেক সময় পান না। অনেক দেশেই সার্ভিসের মান উন্নত নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সব দেশেই প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, প্রবাসীরা বিমানে এবং বিমানবন্দরে উন্নত সেবা পান—সে বিষয়েও সরকার কাজ করছে।