১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলাম

দেশজুড়ে অনুপ্রেরণা ছড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন, ১৫ লাখ টাকার পুরস্কার বিতরণ

দেশজুড়ে অনুপ্রেরণা ছড়াল আস-সুন্নাহ ফাউন্ডেশন, ১৫ লাখ টাকার পুরস্কার বিতরণ

কোরআন পাঠ ও প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যে ১৫ লাখ টাকার পুরস্কার বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফাউন্ডেশনের অডিটরিয়ামে আনন্দঘন পরিবেশে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২০২৪ সালকে ‘কোরআন বর্ষ’ ঘোষণা করেছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। বছরজুড়ে সারাদেশের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিলেন কোরআন পাঠে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, বুয়েট-ঢাবিসহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং খেটে খাওয়া মানুষ—সবাই মিলে অংশ নেন পাঁচ ধাপের এই প্রতিযোগিতায়।

চূড়ান্ত পর্বে ১১৭ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম তিনজনকে দেওয়া হয়েছে ওমরাহ পালনের সুযোগ। তারা হলেন— দক্ষিণ বারিধারার এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী কে এম ইউসুফ নূর, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী ফাহিম আশরাফ, এবং রাজশাহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন আফসানা মিম।

দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনজন নারী— ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী সুমাইয়া, গৃহিণী উম্মে মারয়াম ও সায়মা আক্তার তিন্নি। তৃতীয় স্থান অর্জন করেন ছয়জন, তাঁরা হলেন— বুয়েটের লেকচারার শেখ আজিজুল হাকিম, মাদরাসা শিক্ষার্থী মুয়াজ মুহাম্মাদ আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমজাদ হোসেন, চিকিৎসক লিওজা আরা তোহফা, গৃহিণী নিগার সুলতানা ও নুরানী শিক্ষক মো. ইবরাহিম। প্রত্যেকে পেয়েছেন একটি করে ট্যাব।

এছাড়া চতুর্থ স্থান অর্জনকারী ১০৫ জনকে দেওয়া হয়েছে এক হাজার টাকার রকমারি গিফট ভাউচার। উল্লেখযোগ্য বিষয় হলো, দ্বিতীয় স্থান অর্জনকারী তিনজনই নারী, যা প্রমাণ করে দ্বীনি চেতনা ও জ্ঞানচর্চায় নারীরাও অগ্রগামী ভূমিকা রাখছেন।

এদিকে প্রথমস্থান অর্জনকারী ফাহিম আশরাফ ক্যান্সারে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেন। তাঁর পক্ষ থেকে ওমরাহ পুরস্কার গ্রহণ করেন তাঁর বাবা। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ পরিবারকে সান্ত্বনা জানান।