১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৯ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত থাকবেন অন্যান্য নির্বাচন কমিশনাররাও।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনের প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় ও প্রস্তুতিমূলক আলোচনা হবে সভাটিতে। চিঠিটি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সভায় আলোচনার জন্য ইসি ১২টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে। এর মধ্যে রয়েছে— ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ, বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য মোকাবিলা, পোস্টাল ভোট ব্যবস্থাপনা, সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা, নির্বাচনি দ্রব্যাদি পরিবহনে হেলিকপ্টার সহায়তা এবং ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধকরণ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চূড়ান্ত করছে ইসি। এ জন্য ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।