মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অনুষ্ঠিত ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল-২০২৫’-এ বাংলাদেশ অংশগ্রহণ করেছে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৪ দিনের এ ফেস্টিভালে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে বিশ্বের ৮টি দেশের ৪০০টি বুথে প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান ‘প্রাণ’ হাইকমিশনের সহযোগিতায় বুথে তাদের পণ্যসম্ভার প্রদর্শন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহসহ মালয়েশিয়ার ধর্মীয় ও সরকারি বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বাংলাদেশের স্টল পরিদর্শন করে দেশি পণ্যসম্ভারের প্রশংসা করেন।
বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জানান, মেলায় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়ার পাশাপাশি অন্যান্য প্রদেশে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণ সম্ভব হবে। হাইকমিশন ইতিমধ্যেই ২০২৫ সালে ৪টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।
মেলার শেষ দিনে বাংলাদেশ হাইকমিশনকে সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।